Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,রবিবার,০৪ নভেম্বর ২০১৮ঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর যশোর জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ২ নভেম্বর ২০১৮ শুক্রবার যশোর জোন কার্যালয়ে  অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। যশোর  জোনপ্রধান মিজানুর রহমান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে যশোর জোনের ২২ টি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।      
মো. মাহবুব উল আলম যশোর জোনের শাখাসমূহের ব্যবসায়িক বিভিন্ন সূচক নিয়ে পর্যালোচনা করে সার্বিক অগ্রগতির জন্য সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের অগ্রগতিতে ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি বলেন, ইসলামী ব্যাংকের কল্যাণমুখী সেবা সকল মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে সবাইকে আরো পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। তিনি যশোর অঞ্চলের কৃষি, শিল্প ও ব্যবসায়িক উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।