খোলা বাজার ২৪,সোমবার,০৫ নভেম্বর ২০১৮ঃ মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয়
স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি
রোববার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা
উপজেলার গড্ডিমারী ইউনিয়নের সানিয়াজান নদীর
উপর ২৩ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজের
উদ্বোধন কালে বলেন, সেতুটি এলাকার লোকজনের জন্য
স্বপ্নের বাস্তবায়ন। সেতুটির কাজ সমাপ্ত হলে এলাকার
লোকজনের সার্বিক উন্নয়ন ঘটবে। পাল্টে যাবে
এলাকার দূশ্যপট। আপনারা কল্পনা করতে পারেনি যে,
সানিয়াজান নদীর উপর কখনও সেতু নির্মাণ হবে। শেখ
হাসিনার সরকারের কাছে অসম্ভব বলে কিছু নেই। এ
সরকার জন কল্যাণ মূলক সরকার। এসরকারের আমলে
এলাকায় সর্ব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। তবে এখনও বিশ
ভাগ কাজ বাকী রয়েছে। অবশিষ্ঠ কাজ শেষ করতে
আবারো নৌকায় ভোট দিতে হবে। শেখ হাসিনার হাতকে
শক্তিশালী করতে হবে। গড্ডিমারী ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান আতিয়ার রহমান এর সভাপতিত্বে উক্ত
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা
পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা
প্রকৌশলী অজয় কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগ
সভাপতি বদিউজ্জামান ভেলু, যগ্ন সম্পাদক দিলীপ কুমার সিংহ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল,
উপজেলা কৃষক লীগের সভাপতি আলাউদ্দিন মিয়া
প্রমূখ। পরে মোতাহার হোসেন এমপি তাঁর নামে
প্রতিষ্ঠিত গড্ডিমারী বীর মুক্তিযোদ্ধা মোতাহার
হোসেন কলেজের- ‘‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’’ এর
কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।