খোলা বাজার ২৪,সোমবার,০৫ নভেম্বর ২০১৮ঃ সাউথইস্ট ব্যাংক লিমিটেড এর ব্রাঞ্চ নেটওয়ার্ক এর মাধ্যমে ডিস্ট্রিবিউটরদের কালেকশন সেবা দেবার লক্ষ্যে সম্প্রতি সাউথইস্ট ব্যাংক এবং নগদ (বাংলাদেশ পোস্ট অফিসের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস) এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্রিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ফয়সাল ওমর এবং নগদ এর হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড কো¤পানি সেক্রেটারি, মোস্তফা কামাল আহমেদ এফসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও, নগদ এর পরিচালক নিয়াজ মোর্শেদ এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।