Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,সোমবার,০৫ নভেম্বর ২০১৮ঃ (মিজানুর রহমান দৌলতপুর প্রতিনিধি)কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাসদের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাসদ দৌলতপুর উপজেলা শাখার উদ্দোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

সোমবার বিকেল ৪টার সময় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাসদের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দৌলতপুর শাখার আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ জাসদ দৌলতপুর শাখার সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নাজমূল হক প্রধান এমপি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ করিম শিকদার, সাধারন সম্পাদক জাতীয় কৃষক জোট মোঃ আনোয়ারুল ইসলাম বাবু , প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কুষ্টিয়া জেলার সভাপতি অধ্যক্ষ রেজাউল হক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ টি এম আবুল মুনছুর, কুষ্টিয়া জেলা শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বাংলাদেশ জাসদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য তোফাজ্জল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি নাজমূল হক প্রধান এম পি, নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন বর্তমান জোট সরকারের আমলে বাংলাদেশের যে পরিমান উন্নয়ন হয়েছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আর একবার আওয়ামী জোট সরকারকে ক্ষমতায় আনতে হলে সকলকে ঐক্যবব্ধ ভাবে কাজ করতে হবে জোটের স্বার্থে।