Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,মঙ্গলবার,০৬ নভেম্বর ২০১৮ঃ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘উন্নয়নের ফাঁদে দুর্নীতির কারণে সরকারের উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়েছে। এই কারণে আজকে আমাদের কি করনীয় সেই চিন্তা করতে হবে। গত ১০ মাসে নাশকতার নাম করে বিনা বিচারে সাড়ে পাঁচ জনকে সরকার হত্যা করেছে। এছাড়া কত হাজার লোককে হামলা, মামলা চালিয়েছে তার সবই আমাদের জানা।’

মঙ্গলবার (৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘উন্নয়নের জোয়ারে সরকারের চোখে ছানি পড়েছে। উন্নয়নের জোয়ারে সরকার আজ কিছুই কানে শুনতে পায় না। আজকের এই জনসভায় যারা এসেছেন তারা সরকারের কানে আজকের আওয়াজ পৌঁছে দিবেন।’

তিনি বলেন, ‘দেশের এই অবস্থায় আমরা চুপ করে ছিলাম। কিন্তু আমাদের কিশোর ও তরুণেরা বললো রাষ্ট্রের চিকিৎসা প্রয়োজন, রাষ্ট্র মেরামতের প্রয়োজন। আজকে রাষ্ট্রের এই কথার ছবি তোলাতে শহিদুল আলম জেলে।’

এই বুদ্ধিজীবী আরও বলেন, ‘একদিনে পাওয়া গেছে ৪৩ কোটি টাকার বান্ডেল। আর খালেদা জিয়ার কথিত ২ কোটি টাকার জন্য তাকে জেলে দিয়েছেন। জামিন তার মৌলিক অধিকার। যেখানে সরকারের এতো লোভ হয় সেখানে তারা ন্যায় বিচার করতে পারে না। সেই জন্য আমাদের এগিয়ে আসতে হবে।’ 

জনসভাস্থলে আগত কর্মীদের উদ্দেশ্যে করে জাফরুল্লাহ বলেন, ‘আজকের দিনের মতো ভোটের দিনও আপনারা সবাই এক হয়ে সকল বাধা অতিক্রম করে প্রতিটি ভোট কেন্দ্র পাহারা দিবেন। কেউ আপনাদেরকে ঠেকাতে পারবে না। তাতেই হবে খালেদা জিয়ার মুক্তি। সুষ্ঠু বিচারের পর সুবিচার সুনিশ্চিত।’