Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,মঙ্গলবার,০৬ নভেম্বর ২০১৮ঃসিরিজের প্রথম টেস্টটা অত্যন্ত দৃষ্টিকটূভাবে জিম্বাবুয়ের কাছে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। ১৫১ রানে হারের ব্যবধানটা ভালো করেই তুলে ধরছে টাইগারদের ব্যর্থতা। এমন হারের পর কোনো অধিনায়কই মানসিকভাবে স্বস্তিতে থাকেননা। মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসছে, ঘরের মাটিতে এমন হারের হারের কারণ কী?

কারণ পর্যালোচনা করে ম্যাচ শেষে টেস্ট অধিনায়ক বললেন, 'প্রথম ইনিংস থেকে আমরা সুবিধা নিতে পারিনি। উইকেট ভালো ছিল, কোনো অজুহাত দেবো না। আমরা অনেক শটই খেলেছি, কিন্তু উইকেট বুঝতে পারিনি। উইকেট বুঝে আমাদের ইতিবাচকভাবে খেলতে হত। আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং প্রচণ্ড শক্তি নিয়ে আঘাত হানতে হবে।'

ব্যর্থতার নজির হয়ে থাকা সিলেট টেস্টে একমাত্র অর্জন স্পিনার তাইজুল ইসলামের। দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট শিকার করেছেন এই লেফট আর্ম স্পিনার। তবে দলের ব্যর্থতায় তার অর্জন ঢাকা পড়ে গেছে। তারপরও অধিনায়ক তার প্রশংসা করতে ভুলেননি। বলেছেন, 'তাইজুল দুর্দান্ত বোলিং করেছেন। ম্যাচ শেষে জয়ী দলের সদস্য হয়ে উল্লাস করার যোগ্য দাবিদার ছিলেন তিনি।'