খোলা বাজার ২৪,বুধবার,০৭ নভেম্বর ২০১৮ঃ মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে সাত বছর আগে আটক শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
ওই শিক্ষক এর আগেও একবার এই পদে দায়িত্ব পালন করেন। যদিও আন্দোলনের মুখে তিনি দায়িত্ব ছাড়তে বাধ্য হন।
সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক আসম ফিরোজ-উল-হাসানকে এই ‘পুরস্কার’ দিয়েছে বিশ্ববিদ্যালয়। ২০১১ সালে তিনি প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক হয়েছিলেন র্যাবের হাতে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক আদেশে ফিরোজ-উল-হাসানসহ তিনজনকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়ার কথা জানানো হয়। উপাচার্য ফারজানা ইসলাম এই নিয়োগ দিয়েছেন বলে জানানো হয় এতে।
২০১২ সালে নিজ দলের নেতা-কর্মীদের মারধরের শিকার হয়ে নিহত হন ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ।
ঐ ঘটনায় এই শিক্ষকের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ ওঠে। ফলে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি।
পরে ২০১৬ সালের অক্টোবরে ফিরোজ-উল-হাসানকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) জাবি প্লাটুনের দায়িত্ব দেন উপাচার্য।