খোলা বাজার ২৪,বুধবার,০৭ নভেম্বর ২০১৮ঃ নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ, সন্ত্রাস ও জঙ্গিবাদ, মাদক প্রতিরোধ এবং সরকারের বিভিন্ন সেক্টরে সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্ত করণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার প্রেস ব্রিফিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শিবপুর উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রেস ব্রিফিং ও আলোচনা সভায় বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ খান, সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল, উপজেলা ভাইস চেয়ার্যম্যান নাছিমা সুলতানা, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, জেলা তথ্য অফিসার নাছিমা বেগম, শিবপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ, মুক্তিযোদ্ধা এ কে নাছিম আহমেদ হিরণ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন প্রমুখ।