খোলা বাজার ২৪,বুধবার,০৭ নভেম্বর ২০১৮ঃ এস.আলম গ্রুপ কর্তৃক পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্স লিঃ এর ব্যবস্থাপনায় আসার অব্যাবহিত পরেই কোম্পানীর বীমা গ্রহীতাদের মধ্যে সারাদেশে দাবী পরিশোধের অংশ হিসাবে সিলেট অঞ্চলে বীমা দাবীর চেক হস্থান্তর করা হয়।
চেক হস্তান্তর করেন কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) জাকির হোসেন। এসময় জোনাল হেডকোয়ার্টার্স ইনচার্জ মোঃ আব্দুল বারী ও জোন ইনচার্জ ইঞ্জিঃ মশহুর আলম মুন্নাসহ স্থানীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।