খোলা বাজার ২৪,শুক্রবার,০৯ নভেম্বর ২০১৮ঃ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ জনসভার আয়োজন রাজশাহী মহানগর জাতীয় ঐক্যফ্রন্ট। মাঠে দুই পাশের দেওয়ালে টানানো হয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ছবি সম্বলিত ব্যানার। দুপুর ১ টার দিকেই সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জিরো পয়েন্ট, আলু পট্টি মোড়, রানী বাজার মোড়, জাদুঘর মোড়, সোনাদীঘি মোড় ও সাহেব বাজারসহ পুরো শহরে জনতার ঢল নামে।জনসভা উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সড়ক থেকে শুরু করে বিভিন্ন স্থানে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।
এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্ণেল অলি আহমেদ বলেন, নির্বাচন হবে কিনা, নির্বাচনে আমরা অংশগ্রহন করবো কিনা এখনো সেই সিদ্ধান্ত হয়নি। তবে একটা সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে আমাদের বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
তরুনদের প্রতি বলব, আমরা মুক্তিযুদ্ধের সময়ে যেভাবে জান দিতে গিয়েছিলাম আপনাদেরকে সেই জান দেয়ার কথা বলব না। কিন্তু রাস্তায় তো সকলে দাঁড়াতে পারেন বেগম খালেদা জিয়ার জন্য।
একটু হাত তুলে প্রশাসনকে দেখান, প্রধানমন্ত্রী দেখুক- কতগুলো হাত, কতগুলো লোক। আপনারা ক্ষমতা পেয়ে গেলে এতোগুলো লোক আসবে না। একটু জোরে তালি বাজান সরকার শুনক।