Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,শুক্রবার,০৯ নভেম্বর ২০১৮ঃ  রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ জনসভার আয়োজন রাজশাহী মহানগর জাতীয় ঐক্যফ্রন্ট। মাঠে দুই পাশের দেওয়ালে টানানো হয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ছবি সম্বলিত ব্যানার। দুপুর ১ টার দিকেই সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জিরো পয়েন্ট, আলু পট্টি মোড়, রানী বাজার মোড়, জাদুঘর মোড়, সোনাদীঘি মোড় ও সাহেব বাজারসহ পুরো শহরে জনতার ঢল নামে।জনসভা উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সড়ক থেকে শুরু করে বিভিন্ন স্থানে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ আহমেদ বলেছেন,আমরা সংঘাত-সংঘর্ষ এড়াতে আলোচনার পথ বেঁছে নিয়েছিলাম কিন্তু সংলাপ সফল হয়নি। কারণ এই সরকার ক্ষমতা ছাড়তে চায় না। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না।‘আমরা সরকারকে বিনা চ্যালেঞ্জে পার হতে দিতে পারি না। আমরা যদি মাঠে নামি তাহলে জনতার জোয়ারে নৌকা ভেসে যাবে।

এদেশের মানুষ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। গত ১০ বছরে মানুষ ভোটের অধিকার হারিয়েছে। সমানভাবে বিচার পাওয়ার অধিকার হারিয়েছে। এই স্বৈরাচারী সরকার ক্ষমতা ছাড়তে চায় না। এ জন্য একদিনে আমাদের ২২০০ নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের নেত্রীর ভালো চিকিৎসার কথা বলেছেন। কিন্তু একদিনের মধ্যে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে কারাগারে পাঠিয়েছে।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন চোখেও দেখেনা, কানেও শোনেনা।  আমরা তাদের তফসিল পেছানোর অনুরোধ করেছিলাম, তারা তা করেনি। এই নির্বাচন কমিশন, সরকারের তল্পিবাহক কমিশন। নির্বাচন কমিশন নাকি আজ প্রশাসনের দায়িত্ব নিয়েছেন। এটা মিথ্যা কথা।