Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,শুক্রবার,০৯ নভেম্বর ২০১৮ঃ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চাইলে ঐক্যফ্রন্ট অটুট রাখতে হবে। শেখ হাসিনাকে বলেছিলাম আলোচনায় বসুন, বসেনি। এবার আলোচনায় বসেছে। যেদিন আলোচনায় বসেছে সেদিনই আপনাদের বিজয় হয়েছে।

আপনারা কি শেখ হাসিনাকে ক্ষমতায় চান। বাংলাদেশের রাজনীতি মানেই বেগম খালেদা জিয়া , তাকে বন্দি করে রাখা সম্ভব নয়। টাঙ্গাইল থেকে সড়ক পথে এসেছি, রাস্তায় রাস্তায় হাসিনার মাইটা পুলিশ বাধা দিয়েছে। আমাকেও ফিরাতে পারেনি। এই মাঠের মানুষদের পারেনি। যে পুলিশরা ঘুষ দিয়ে ভর্তি হয়েছেন তাদের কথা দিলাম তাদের ঘুষের টাকা ফিরিয়ে দেব। প্রত্যেক পুলিশকে দশ লাখ করে ফিরিয়ে দেব। কারণ মন্ত্রী, প্রতিমন্ত্রী, পাতিমন্ত্রীরা প্রত্যেকটা পুলিশের কাছ থেকে দশ লাখ টাকা খেয়েছে।

তিনি বলেন, বিএনপি রাজাকারের গাড়িতে পতাকা দেয়নি। আওয়ামী লীগ রাজাকারের গাড়িতে পতাকা দিয়েছে। ষড়িশাবাড়ির নুরু মাওলানার গাড়িতে পতাকা দিয়েছে। রংপুরের আসিকুর রহমান, চাদপুরের মখা আলমগীরের গাড়িতে পতাকা দিয়েছে। প্রধানমন্ত্রীর সমালোচনা করে বঙ্গবীর বলেন, পরশু দিন শেখ হাসিনা কথা দিয়েছিলেন জনসভায় বাধা দেবেন না। কিন্তু আমার গাড়ি ৫ বার ধরেছে। তারপর আমাকে অন্য রাস্তা দেখিয়ে দিয়েছে। আমি খুজে বের করেছি। আল্লাহ যদি ২ বছর সময় দেয়, তাহলে খুজে বের করবো, যে বেটা আমাকে অন্য রাস্তা দেখিয়ে দিয়েছে। আমি রাস্তা চিনি বিধায় জনসভায় যোগ দিতে পেরেছি।