Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,শনিবার,১০ নভেম্বর ২০১৮ঃ মোঃরাসেল মিয়াঃ নরসিংদীপ্রতিনিধিঃ নরসিংদীতে পিতা খুনের ঘটনায় পাষণ্ড ছেলে মামুন মিয়াকে (২৬) করেছে নরসিংদী থানা পুলিশ। 
আজ শনিবার দুপুর ৩টার দিকে শহরের চৌয়ালা থেকেই তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার সকালে মামুনের বড় ভাই মাসুমকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে স্বামী হত্যার ঘটনায় নিহতের স্ত্রী স্বপ্না অক্তার বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে মামুনের বাবা ফজলুল করিম তার মেয়ের জামাই আনতে বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়ানা করেন। বাড়ি থেকে বের হয়ে তিনি অটোতে উঠতে গেলে মামুন তার বাবাকে পেছন দিক থেকে শাবল দিয়ে ঘাড়ে কোপ দেয়। আর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সেই সময় থেকে মামুন পলাতক রয়েছে। পরবর্তীতে শনিবার দুপুরে নরসিংদী থানা পুলিশ মামুনকে গেফতার করেন।

নরসিংদী মডেল থানার ওসি সৈয়দুজ্জামান যমুনা নিউজকে বলেন আমরা মামলার প্রধান আসামি মামুনকে চৌয়ালা থেকেই গ্রেফতার করেছি। এ ঘটনায় নিহতের স্ত্রী থানায় মামলা দায়ের করেছেন।