Tue. Aug 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,সোমবার,১২ নভেম্বর ২০১৮ঃ  মনোনয়ন ফরম বিক্রি শুরুর পর কম যাচ্ছে না রাজপথের বিরোধী দল বিএনপি। প্রথম দিনেই ব্যাপক সাড়া পেয়েছে দলটি।সোমবার বেলা সাড়ে ১০টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

প্রথম দিনে সকাল ১০টা ৫০ মিনিটে খালেদা জিয়ার জন্য ফেনী-১ আসনে মনোনয়ন ফরম কেনার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।এরপর সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত সাত ঘণ্টায় ১ হাজার ১৯৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

বিএনপি কার্যালয় সূত্রে জানা গেছে, অঞ্চলভিত্তিক পৃথক বুথে মনোনয়ন ফরম দেয়া হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত রংপুর অঞ্চলে ৪৬টি, রাজশাহীতে ১১১, বরিশালে ৬৮, খুলনায় ১১৯, সিলেটে ৪৬, চট্টগ্রামে ৮৮, কুমিল্লায় ৫০ এবং ঢাকা-ময়মনসিংহ অঞ্চলে ৬৭০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

প্রথম দিন চাপ থাকায় রাত ৮টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে। তবে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একইভাবে মনোনয়ন ফরম বিক্রি করা হবে।

আগামী ১৩ নভেম্বর এবং ১৪ নভেম্বরের মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। ফরমের মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা। তবে জমা দিতে লাগবে ২৫ হাজার টাকা।এর আগে গতকাল রোববার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়।

অন্যরকম