খোলা বাজার ২৪,বুধবার ,১৪ নভেম্বর ২০১৮ঃ মো.রাসেল মিয়া,নরসিংদী প্রতিনিধিঃ আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে চিনিশপুরস্থ ডায়াবেটিস কেয়ার সেন্টারের পক্ষ থেকে এক বর্ণাঢ্য র্যালী আয়োজন করা হয়।
এবারেরে ডায়াবেটিস দিবসের স্লোগান হচ্ছে ডায়াবেটিস,প্রতিটি পরিবারের উদ্বেগ এই দিবস উপলক্ষে ডায়াবেটিস কেয়ার সেন্টারে ফ্রী ডায়াবেটিস নির্ণয় ও চিকিৎসা ক্যাম্প আয়োজন করা করা হয়। এই হেলথ ক্যাম্পে রোগী দেখেন ডা. আশরাফুল হক,এক্রেডিটেড ফিজিশিয়ান,বাংলাদেশ ডায়াবেটিস সমিতি,বারডেম,ঢাকা।
উল্লেখ্য বাংলাদেশে ডায়াবেটিস সমিতি, বারডেম,ঢাকা এর ডায়াবেটিস সেবা সম্প্রসারণ প্রকল্প ডায়াবেটিস কেয়ার সেন্টারে রবি থেকে বৃহস্পতিবার, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডায়াবেটিস গাইড বই ধারী রোগীদেরকে শুধু ডায়াবেটিস পরীক্ষা করার ফীস দিয়েই চিকিৎসা সেবা দেয়া হয়। ডায়াবেটিস কেয়ার সেন্টার ভেলানগর জেলখানা মোড়ের পশ্চিম পাশে চিনিশপুরে তিতাস গ্যাস রোডে অবস্থিত।