Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,বুধবার ,১৪ নভেম্বর ২০১৮ঃ আউয়াল হোসেন,বানারীপাড়া প্রতিনিধি॥বানারীপাড়া-স্বরুপকাঠি সড়কে ইজি বাইকের ধাক্কায় মুক্তা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে এমন খবর পাওয়া গেছে।

জানা গেছে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় বানারীপাড়া-স্বরুপকাঠির সিমান্তবর্তী কুনিহারী এলাকার মোঃ হাকিম হোসেনের বাড়ির সামনের সড়ক দিয়ে স্বরুপকাঠি সদর ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের মোঃ জাহাঙ্গির হোসেনের স্ত্রী মুক্তা বেগম ও তার শ্বশুর মোঃ জালাল শেখ বাড়ি যাচ্ছিলেন এমন সময় বানারীপাড়া থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক পিছন থেকে মুক্তা বেগমকে স্বজোরে ধাক্কা দেয়।

এতে মুক্তা বেগম রাস্তায় পরে গেলে তার নাক ও মুখ থেকে রক্ত ঝড়া শুরু হলে ইজিবাইক চালক আঃ রহিম ঘটনাস্থল থেকে গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় মুমূর্ষ অবস্থায় মুক্তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়।

পরদিন বুধবার সকালে তার অবস্থার আরো অবনতি হলে ঢাকায় পাঠানোর পরামর্শ দেয় চিকিৎসকেরা। ঢাকায় নেয়ার প্রস্তুতির সময়ে বেলা ১টার সময় মুক্তা বেগম মারা যায়। স্বরুপকাঠি থানার হেফাজতে ঘাতক ইজি বাইকটি আটক রাখা আছে বলে জানা গেছে।