Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, রবিবার,১৮ নভেম্বর২০১৮ঃ চট্রগ্রাম ৫ হাটহাজারী থেকে নির্বাচন করার জন্য ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল আব.সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক এর মনোনয়ন ফরম,২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খানের কাছে হস্তান্তর।

পার্টির চেয়ারম্যান জেনারেল ইবরাহিম এর পক্ষ থেকে হস্তান্তর করেছেন কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীব প্রতীক  চট্টগ্রাম-৫(হাটহাজারী), মহাসচিব -এম.এম অামিনুর রহমান পাবনা-১(সাঁথিয়া ও বেড়া), স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড.ইকবাল হাচান মাহমুদ, ঢাকা ১৭, শাহজাদা আলম, চট্রগ্রাম ১১, মোহাম্মদ ইলিয়াস, চট্রগ্রাম ৯ ফোরকান ইবরাহিম নারায়ণগঞ্জ ১,ভাইস চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, বি বাড়িয়া -৪ ভাইস চেয়ারম্যান মাহমুদ খান, নারায়ণগঞ্জ -১, ভাইস চেয়ারম্যান এ্যাড বেনী আমিন ঢাকা -১৬, ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না কুমিল্লা -৬, ভাইস চেয়ারম্যান শামসুউদ্দিন পারবেজ নোয়াখালী-৫, ময়মনসিংহ-৪,যুগ্ম মহাসচিব নুরুল কবির ভূঁইয়া পিন্টু ঢাকা- ৮, সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লা নারায়ণগঞ্জ -৩, জহিরুল ইসলাম অাবু শেরপুর -১, সৈয়দ মোহাম্মদ জিলান চাদপুর ৫, দিদারুল আলম সুমন চট্রগ্রাম- ১, এ্যাড মবিনুল হক ঢাকা ২, ইসমাইল ফারুক চৌধুরী কক্সবাজার- ৩, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহফুজুর রহমান পাবনা – ৫, মহিলা সম্পাদক শাহানা সুলতানা শিল্পী কুষ্টিয়া -১ কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিলাম মিয়া চাঁদপুর-৫, এ্যাড সালাউদ্দিন বিশ্বাস রাজশাহী -১, মেজর (অবঃ)আল আফতাব নারায়গঞ্জ-৫, জুবায়েরুল হক ভুইয়া ঢাকা – ১০, এ্যাড মাহমুদুল হাচান, পটুয়াখালী -২,।

হস্তান্তরের সময় উপস্থিন ছিলেন যুগ্ম মহাসচিব নুরুল কবির ভুইয়া, সাংগঠনিক সম্পাদক রাশেদ ফেরদৌস সোহেল। জোটের কাছে তাদের ১২টি আসন প্রত্যাশা করেন।