Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,সোমবার,১৯ নভেম্বর ২০১৮ঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মতুর্জাকে শুভ কামনা জানিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। দুইজনই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দেশের দুটি শীর্ষ রাজনৈতিক দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আমিনুল হক অবসরে গেলেও মাশরাফি এখনও খেলে যাচ্ছেন। মাশরাফি আওয়ামী লীগের হয়ে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন ফরম কিনেছেন, আমিনুল কিনেছেন বিএনপির। ভিন্ন দলের হয়ে ভোটের মাঠে নামলেও মাশরাফির প্রতি কিন্তু শুভকামনা থাকছে আমিনুলের।

এক অনুষ্ঠানে আমিনুল বলেন, ‘মাশরাফির জন্য শুভ কামনা। বর্তমান খেলোয়াড় হিসেবে সে নির্বাচনে আসায় কিছুটা সমালোচনা হয়েছে। আমার মতো খেলা ছেড়ে রাজনীতিতে আসলে হয়তো এই সমালোচনাটা হতো না। তবে আমি মনে করি মাশরাফির মতো তরুণেরা সংসদে গেলে গুণগত পরিবর্তন আসবে। তার জন্য সব সময় শুভ কামনা থাকবে।’

উল্লেখ্য, ঢাকা-১৪ ও ১৬ আসন থেকে মনোনয়ন চেয়েছেন আমিনুল হক আর মাশরাফি চেয়েছেন নড়াইল-২ আসন থেকে।