খোলা বাজার ২৪,মঙ্গলবার,২০ নভেম্বর ২০১৮ঃ রংপুর বিভাগী ব্যুরোচীফঃ লাতিফুল সাফি ডায়মন্ডঃ একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে চলমান রাজনৈতিক হাওয়া জনমনে বিভিন্ন কৌতূহল। নির্বাচনী এলাকায় প্রার্থীতা ও দলীয় সমর্থন উপেক্ষা করে নমিনেশন ফরম ক্রয় ও রাজনৈতিক সেবা দান অঙ্গিকারে সোচ্ছার আজ দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ ও দলীয় কর্মী সাধারন।
নির্বাচনী এই প্রেক্ষাপটে নির্বাচনী আসন নীলফামারী সদর-২ এর সতন্ত্র্য প্রার্থী হিসেবে গনসংযোগ ও প্রচার প্রচারনায়, যুব সমাজ ও নীলফামারী সদর এলাকাবাসির জনমনে আলোচনায় এসেছেন জনাব,এজানুর রহমান।
তিনি নীলফামারী-জেলা সদর থানার, চড়াইখোলা ইউনিয়নে স্থায়ী বাসিন্দা।
ইংরেজী-১৯৮৫ সালের ২৮ই অক্টবর মুসলিম পরিবারে তিনি জন্ম গ্রহন করেন। পিতা মোঃ তছলিম উদ্দিন(পাহার) ও মা মোছাঃ এজাতুন নেছা।
তিনি নগর দারোয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক ও নগর দারোয়ানী উচ্চ বিদ্যালয় থেকে এস,এস,সি পাশ করেন।
মশিউর রহমান ডিগ্রী কলেজ-নীলফামারী থেকে এইচ,এস,সি পাশ করার পর উচ্চ শিক্ষা অর্জনের জন্য ঢাকায় পারি জমান।
সরকারী সংগীত কলেজ আগারগাঁও-ঢাকা থেকে ব্যাচলর অব মিউজিক ও মাস্টার অব মিউজিক-এ স্নাতক পাশ করার পর পেশায় সংগীত শিল্পী হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছেন রাজধানী ঢাকার বিভিন্ন মিউজিক এন্ড মিডিয়া সেক্টরসহ দেশের অধিকাংশ জেলা ও বিভাগীয় শহরে।
সঙ্গীত বিনোদনে মুখরিত করে যাচ্ছেন পাবলিক মঞ্চে এবং টেলিভিশনের পর্দায়।
ছোট বেলা থেকেই তিনি মানুষের প্রতি অকৃত্রিম ভালবাসা ও শ্রদ্ধাশীল।
তার দাদু ছিলেন তৎ সময়ের একজন গুনী শিক্ষক।
উজির আলী মাস্টার নামে চড়াই খোলা ইউনিয়নে স্ব-নামধন্য পরিচিত ব্যক্তি ছিলেন জনাব এজানুর রহমানের দাদু প্রয়াত উজির আলী মাস্টার।
অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তানরা ছিল উজির আলী মাস্টারের হাতে গড়া ছাত্র।
অনেক ছাত্রের মধ্যে জনাব ছোড়াপ শাহ ও সুলতান শাহ অন্যতম।
মানুষকে সহযোগীতা করার দিক থেকে এজানুর ও তার পূর্ব-পুরুষগণ সমাজে বেশ আলোচিত।
কখনই কোনো মানুষ সাহায্য সহযোগীতা চেয়ে ফেরৎ যায় না।
গ্রামীন সংস্কৃতির আদি ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবেও তার পরিবার এগিয়ে।
এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে তাদের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণ বরাবরই থাকতো।
রাজনৈতিক চিন্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে kholabazar24.com ও চ্যানেল সিক্স বাংলা.টিভি এর বিভাগীয় ব্যুরোচীফ লাতিফুল সাফি ডায়মন্ড এর সাথে একান্ত স্বাক্ষাৎ কালে এজানুর রহমান বলেন,
এলাকায় যে হারে দূর্নীতি বেড়েছে, এসব থেকে পরিত্রাণ পাওয়া জরুরী।
সাধারন মানুষের পক্ষে কথা বলার সাহস হারিয়ে আগামী দিনের ভবিষ্যৎ তরুন প্রজন্ম তথা যুব সমাজ আজ ভীতস্থ্য।
তাই সাধারণ মানুষের পক্ষে উদ্বীপ্ত তরুন সমাজকে সাথে নিয়ে তিনি নির্বাচনে অংশ গ্রহণ করতে ইচ্ছুক।
এ ছাড়াও এজানুর রহমান তার নিজ এলাকায় একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে শত ভাগ বেকার মুক্ত অঞ্চল হিসেবে নীলফামারীকে বিশ্ব নন্দীত করতে চান।
এলাকার মানুষ যেন আর্থিক স্বচ্ছলতায় জীবন যাপন করতে পারে।
তার আশা সকল মানুষ হালাল উপার্জনে রুজি রোজগার করে, সৎ ভাবে স্বচ্ছল জীবন যাপন করুক।
সাধারন জনগনের সেবা নিশ্চিত করণসহ দূর্নীতি রোধ এবং এলাকার উন্নয়ন কল্পে তিনি নীলফামারী জেলা নির্বাচন অফিস থেকে সতন্ত্র্য প্রার্থী হিসেবে প্রথম সিরিয়ালে নির্বাচনী নমিনেশন ফরম ক্রয় করেন।
তিনি তার নির্বাচনী এলাকা নীলফামারী সদর উপজেলার জনগন, রাজনৈতিক সূধী জন, আইন সৃঙ্গখলা রক্ষাকারী বাহিনী ও দেশবাসির কাছে দোয়া আশির্বাদ কামনা করেছেন।