Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪, বুধবার,২১ নভেম্বর ২০১৮ঃ  আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  জন্য গত ১৯/১১/২০১৮ তারিখে  পিরোজপুর -১ (পিরোজপুর-নাজিরপুর-নেছারাবাদ) আসনে বিএনপি থেকে যারা দলীয় ফরম সংগ্রহ করেছিলেন তাদের দল নমিনেশনের জন্য সাক্ষাৎকার গ্রহন করেন। 

সাক্ষাৎকারে প্রতি সাক্ষাৎ প্রার্থী  দলের পার্লামেন্টারি বোর্ডের কাছে পিরোজপুর-১ আসন নং ১২৭ এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষে নমিনেশনের দাবীতে ৭ দফা লিখিত দাবী পেশ করেন পিরোজপুর -১ আসনের ১২ জন দলীয় নমিনেশন প্রত্যাশী।  

যথাক্রমেঃ- জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান সিনিয়র সহ- সভাপতি নজরুল ইসলাম খান, সহ- সভাপতি এলিজা জামান, সহ- সভাপতি  ফকরুল আলম, সাংগঠনি সম্পাদক সাইদুল ইসলাম কিসমত , জেলা বিএনপির সম্মানিত সদস্য ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, জেলা বিএনপির সম্মানিত সদস্য  এম আনোয়ারুল ইসলাম পলাশ, অমল চন্দ্র  মিস্ত্রী, সম্মানিত সদস্য ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, ইঞ্জিনিয়ার রুহুল আলম, এডঃএম এ কুদ্দুস।

এবিষয় পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক  জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি খোলাবাজার২৪ডট কমকে জানান, আমি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর -১ (পিরোজপুর -নাজিরপুর-নেছারাবাদ) আসনে বিএনপি থেকে ধানের শীষে নমিনেশন না দিলে দল ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আর জানান, জেলা সদরের এই আসনটিতে অবশ্যই বিএনপির তৃনমূল থেকে উঠে আসা নেতৃত্বকে মনোনায়ন দেওয়া উচিত। জেলা সদরে নিজ দলীয় প্রতিনিধি না থাকলে দল ক্ষতিগ্রস্থ হয় এবং দলের সাংগঠনিক কাঠামো ধিরে ধিরে দূর্বল হয়ে যায় যা জেলাব্যাপী ছড়িয়ে পরে। অতএব দেশনেত্রীর কাছে ও নমিনেশন বোডের কাছে আবেদন থাকবে আমাদের এই লিখিত আবেদন আমলে নিয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা সদর পিরোজপুর -১ (পিরোজপুর-নাজিরপুর-নেছারাবাদ) আসনে বিএনপির নেতৃত্বকে ধানের শীষে  মনোনায়ন দেয়া হবে।

হুবহু কপি তুলে দরা হলোঃ-  

বরাবর,
মাননীয় সভাপতি

পার্লামেন্টারি বোর্ড

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি

ঢাকা, বাংলাদেশ।


বিষয়ঃ নির্বাচনী আসন নং ১২৭(পিরোজপুর-১) এ বিএনপি মনোনয়নে প্রত্যাশিদের মধ্যে থেকে প্রার্থী বাছাই প্রসংঙ্গে।
জনাব, 
যথাযথ সম্মান পূর্বক নিবেদন এই যে, আমরা নিন্ম স্বাক্ষরকারীগন পিরোজপুর ১ আসন থেকে আসন্য জাতীয় সংসদ নির্বাচনে বএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং উক্ত নির্বাচনী এলাকার (পিরোজপুর-নাজিরপুর-নেছারাবাদ) সুপার সিক্স এর নেতৃবৃন্দ। আমরা মনে করি নিন্ম লিখিত কারন সমূহের জন্য অত্র আসনে বি.এন.পি প্রার্থীকে মনোনয়ন দেওয়া প্রয়োজন। অন্যথায় নির্বাচনে বিজয় অর্জন করা সম্ভব  হবে না। 

১। তিনটি উপজেলা নিয়ে গঠিত এই নির্বাচনী এলাকার ২ উপজেলায় বর্তমানে উপজেলা চেয়ারম্যান বিএনপি দলীয়। সদর উপজেলায় ভোট কারচুপি করে আসনে বিজয়ী হয়। এ দিয়ে প্রমান হয় এই আসনে বি.এন.পির বেইজ ভোট অধিক।

২। ২০০১ সালের নির্বাচনে ৪ দলীয় ঐক্য জোটের গন জোয়ার এবং আওয়ামীলীগের দলীয় কোন্দল কারনে শরীক দল (জামায়ত) প্রার্থী বিজয়ী হলেও ২০০৮ সালের নির্বাচনের অক্ষত প্রার্থীর কাছে পরাজিত হন। উপরোন্ত তৎকালীন মহাজোটের দুইজন প্রার্থী ছিল, তারপরও বিজয়ী হওয়া সম্ভব হয় নাই। 

৩। ২০০৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী ছিলেন মোস্তফা জামাল হায়দার। সেই নির্বাচনে তিনি পরাজিত হন।  

৪। ৪ দলীয় ঐক্য জোটর শরীক দল হিসেবে ১০ বৎসর সংসদ সদস্য থাকা কালে বিএনপির গুরুত্ব না দেয়া এবং ২০০৯ সালের পরে এলাকার খোঁজ খবর না রাখায় এ আসনের নেতাকর্মীরা ক্ষুদ্ব এবং হতাশ।

৫। অত্র আসনে উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালগুর ভোট থাকার কারনে আলোচিত প্রার্থীকে মনোনয়ন দিলে সংখ্যালগুর ভোটে প্রতি পক্ষের বিজয়ের কারন হতে পারে।

৬। ২০১৪ সালের সীমান বন্ঠন পুনঃবিন্যাসের কারনে এর সাথে নেছারাবাদ উপজেলা সংযুক্ত হয়েছে। এখানে পূর্বে দুইবার বিএনপির এম,পি বিজয় হয়েছিলো। 

৭। ২০১৪ সালের আসন পুনঃবিন্যাসের কারনে জিয়ানগর উপজেলা পিরোজপুর ২ আসনে আন্তরভুক্ত হওয়ার কারনে ১ আসনে শরীক দলকে ছাড়দিলে বিজয় অর্জন কষ্ট সাধ্য হবে। প্রার্থীর নিজস্ব উপজেলা হলো জিয়ানগর।

উল্লেখিত কারন সমুহের জন্য আমরা মনেকরি বিএনপি ছাড়া আন্য কাউকে মনোনয়ন দিলে এ আসনে বীজয় অসম্ভব। 

নিবেদক 
পিরোজপুর ১ আসনে মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দ-

যথাক্রমেঃ- পিরোজপুর -১ আসনের দলীয় নমিনেশন প্রত্যাশী ১২ জনের স্বাক্ষর করেনঃ- জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান সিনিয়র সহ- সভাপতি নজরুল ইসলাম খান, সহ- সভাপতি এলিজা জামান, সহ- সভাপতি  ফকরুল আলম, সাংগঠনি সম্পাদক সাইদুল ইসলাম কিসমত , জেলা বিএনপির সম্মানিত সদস্য ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, জেলা বিএনপির সম্মানিত সদস্য  এম আনোয়ারুল ইসলাম পলাশ, অমল চন্দ্র  মিস্ত্রী, সম্মানিত সদস্য ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, ইঞ্জিনিয়ার রুহুল আলম, এডঃএম এ কুদ্দুস।