Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪, বুধবার,২১ নভেম্বর ২০১৮ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল চর্চিত ও আলোচিত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে বৈঠক বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচনে কতটি আসনে ইভিএম ব্যবহার হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী শনিবার (২৪ নভেম্বর) বৈঠকে বসবে কমিশন।

বুধবার (২১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

নির্বাচনের কতটি কেন্দ্রে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে- জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী শনিবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ সংক্রান্ত বিষয়ে বৈঠক হবে। সেখানেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।’

অধিকাংশ রাজনৈতিক দলের বিরোধিতার মুখে একাদশ জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয় ইসি। এখনও একটা অংশ চাচ্ছে না নির্বাচনে ইভিএমের ব্যবহার।

এদিকে ইভিএমের ব্যবহারের বিরোধিতা করে ‘ইভিএমকে না বলুন আপনার ভোটকে সুরক্ষিত করুন’ শিরোনামে সেমিনারের আয়োজন করতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় গুলশানের একটি হোটেলে জোট নেতাদের এই সেমিনার অনুষ্ঠিত হবে।

নির্বাচনে ইভিএমের ব্যবহার নিশ্চিত করলেও ঠিক কতটি আসনে ইভিএম ব্যবহার করা হবে, তফসিল ঘোষণার পরও তা পরিষ্কার করেনি নির্বাচন কমিশন। এ বিষয়ে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি বরাবরই বলে আসছিল, শহরভিত্তিক অল্পকিছু কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। এরকম পরিপ্রেক্ষিতে বিষয়টি চূড়ান্ত করতে ২৪ নভেম্বর বসতে যাচ্ছে কমিশন।

৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পুন:নির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর; মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর ও ভোটের দিন ৩০ ডিসেম্বর।