খোলাবাজার২৪, বুধবার,২১ নভেম্বর ২০১৮ঃ আব্দুল আউয়াল, বানারীপাড়া প্রতিনিধি॥বানারীপাড়ায় একটি অসহায় পরিবারের স্বপ্ন পুড়ে ছাঁই হয়ে গেছে। জানাগেছে উপজেলার ইলুহার ইউনিয়নের ৬নং মলুহার গ্রামের রিক্সা চালক জাহাঙ্গীর হোসেনের বসত ঘরে ১৯ নভেম্বর রাত ৭টার দিকে আগুন লাগে।
ওই দিন তিনি তার অসুস্থ্য স্ত্রী লিলিয়া বেগমকে নিয়ে পাশের জনতা বাজারে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। সাথে ছিলেন বড় ছেলে এসএসসি পরীক্ষার্থী মিলন,ছোট ছেলে পান বিক্রেতা মিজান ও ছোট মেয়ে ষষ্ট শ্রেণি পড়–য়া পাপিয়া।
এ সময় নিজ বসত ঘরে আগুন লাগার সংবাদ শুনে যতক্ষনে তারা বাড়িতে পৌছালো তার আগেই তাদের ভূণনো সব স্বপ্ন গুলো পুড়ে ছাঁই হয়ে গছে। পুড়ে গেছে এসএসসি পরীক্ষার্থী মিলন,ষষ্ট শ্রেণি পড়–য়া পাপিয়ার বই,খাতা সহ সকল প্রকার শিক্ষা উপকরণ ও মিজানের পান বিক্রি করার বাক্সটি।
ডাক্তার দেখাতে গিয়ে তাদের পড়নে যা ছিল তা বাদে ঘরের সব পুড়ে এখন তারা মানবেতর জীবনযাপন করছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে মাথা গোঁজার শেষ সম্বলটুকো হারিয়ে তারা এখন মানুষের ধারে ধারে ঘুরছে সাহয্যের জন্য।
এই শীতে কোথায় থাকবে পরিবারটি সেই চিন্তায়ই তাদের খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। বর্তমানে পাশের একটি বাড়িতে তাদের খেয়ে না খেয়ে দিন-রাত কাটছে। আর কতোদিনই বা ওই বাড়িতে তারা থাকতে পারবেন। নেই শীত ও অন্য পরিধেয় বস্ত্র। পরনের কাপর বাদে ঘরের সব কিছু আগুনে হারিয়ে তারা এখন যাযাবরের চেয়েও খারাপ সময় কাটাচ্ছে। মানুষ কতটা অসহায় হতে পারে এই পরিবারটিকে দেখলে তা সহযেই অনুমেয় হয়।
জাহাঙ্গীরের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে স্থানীয ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সেখানে গিয়ে তার সাধ্যমতো সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। এদিকে কিভাবে আগুন লেগেছে তা বলতে পারেনি ওই পরিবারটি।