Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,বৃহস্পতিবার,২২ নভেম্বর ২০১৮ঃ (মোঃরাসেল মিয়াঃ নরসিংদীপ্রতিনিধি) নরসিংদীর রায়পুরা উপজেলায় দুর্গম চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে পৃথক সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় আজ আরও একটি হত্যা মামলা করা হয়েছে।

সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় পৃথক তিনটি হত্যা মামলা ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

নিলক্ষার গোপীনাথপুরে গুলিবিদ্ধ হয়ে স্বপন মিয়া নিহতের ঘটনায় মামলাটি করা হয়।আজ বুধবার সকালে নিহতের বড় ভাই দুলাল মিয়া বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় নিলক্ষা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে।

এর আগে গত রবিবার রাত দশটার দিকে তোফায়েল রানার বাবা আবদুল্লাহ ফকির বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। হত্যার ঘটনায় বাঁশগাড়ীর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আশরাফুল হকসহ ৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

এর আগে নিহত সোহরাবের মা সাফিয়া খাতুন বাদী হয়ে গত সোমবার দুপুরে রায়পুরা থানায় মামলাটি দায়ের করেন। নিলক্ষা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক সরকারসহ ২৬ জনকে আসামি করে। 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন উল কাদির খোলাবাজার২৪কে জানান, চরাঞ্চলে তিনটি হত্যার ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর আসামি ও সংঘর্ষের মূল হোতাদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয় সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

গত ১৬ নভেম্বর রায়পুরার দুর্গম চরাঞ্চলের দুই ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত ও আহত হয়েছে অর্ধশতাধিক ।