খোলা বাজার ২৪,বৃহস্পতিবার,২২ নভেম্বর ২০১৮ঃ আব্দুল আউয়াল, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বানারীপাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হযেছে। এ উপলক্ষে বুধবার সকালে ইসলামী ফাউন্ডেশন, উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন মাদ্রাসার পক্ষ থেকে একটি বিশাল বর্নাঢ্য র্যালী শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যলিতে নেতৃত্বদেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দীন আহমদ কিসলু, উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা মাহামুদুল হাসান, মাওলানা জামাল হোসেন, পৌর আওয়ামীলীগের সম্পাদক মো. শহীদুল ইসলাম, যুবলীগৈর আহ্বায়ক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।