খোলা বাজার ২৪,বৃহস্পতিবার,২২ নভেম্বর ২০১৮ঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ) আসনে ধানের শীষ নিয়ে বিএনপি এবং জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার হতেপারে বিষয়টি একাদিক সুত্র নিশ্চিত করেছে, তবে এখন পর্যন্ত জাতীয় ঐক্য ফ্রন্ট বা জোট থেকে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়নি।
এবিষয়ে আগামী ২৫/১১/২০১৮ তারিখে জোটের যে সভা রয়েছে সেখান থেকে পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ) আসনে ধানের শীষের প্রার্থী হিসাবে বিএনপি এবং জাতীয় ঐক্য ফ্রন্ট এর পক্ষে জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের নমিনেশন আনুষ্ঠানিক ভাবে ঘোষণা আসতে পারে বলে সুত্রটি নিশ্চিত করেছেন।