Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,শুক্রবার,২৩ নভেম্বর ২০১৮ঃ আসন্ন একাদশ সংসদ নির্বাচনে বহুল আলোচিত ও বিতর্কিত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হলে সেটা হবে সংবিধান বিরোধী। আর এটা ব্যবহার করা হলে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে মামলা করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ইভিএম নিয়ে সেমিনারের আয়োজন করে জাতীয় ঐক্যফ্রন্ট। সেখানেই এসব কথা বলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

সেমিনারে বলা হয়, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা হবে যদি নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়। কেননা সংবিধান বলা হয়েছে, ভোট সরাসরি হতে হবে। কিন্তু ইভিএম পরোক্ষ ভোট। পরোক্ষ ভোট হিসেবে ইভিএমে কীভাবে জালিয়াতি হতে পারে তার ব্যাখ্যা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

মঈন খান বলেন, ‘ধারণা করা হচ্ছে শতকরা ৮০ বা ৯০ ভাগ ভোটও বিএনপির বাক্সে পড়তে পারে। কিন্তু আপনি যদি তার দুটো খুলে উল্টা করে দেন মেশিনের ভেতরে; আপনি টিপ দেবেন এ, রেকর্ড হবে বি-তে। টিপ দেবেন এ-তে, রেকর্ড হবে বি-তে। অর্থাৎ আওয়ামী লীগের সব ভোট বিএনপিতে যাবে যা ১০ থেকে ২০ শতাংশ আর বিএনপির ৮০ শতাংশ দেখাবে আওয়ামী লীগের।’

অনুষ্ঠানে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেন, ‘একজন নাগরিকের তার ইচ্ছেমতো পছন্দমতো ভোট দেওয়ার অধিকার আছে। যে যন্ত্রটি তারা দেখেননি তাতে আঙুল স্পর্শ করলে তাদের ভোটটা হয়ে গেল, সেটা তারা বুঝতে পারবেন না, পারেন না।’

ইভিএম না ব্যবহার করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের উদ্দেশে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘এটা করতে দেওয়া হবে না। করতে দিতে পারবেন না। সংবিধান বিরোধী, রাষ্ট্রবিরোধী। মামলায় পড়বেন, জেলে যাবেন।’

আ স ম আবদুর রব আরো বলেন, ‘সারা পৃথিবীতে আমাদের সেনাবাহিনী সমাদৃত। শান্তি রক্ষা করার জন্য, নির্বাচন করার জন্য। সেই সেনাবাহিনীকে বিতর্কিত করবেন ইভিএম দিয়ে?’

ইভিএমসহ আরো নানা ব্যাপারে অভিযোগ তুলে ধরা হয় ঐক্যফ্রন্ট আয়োজিত এই সেমিনারে। তবে সবধরনের প্রতিকূলতা সত্ত্বেও ভোটের মাঠ ছেড়ে না দেওয়ার ঘোষণা আসে নেতৃবৃন্দের বক্তব্যে।