Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খোলা বাজার ২৪,শনিবার,২৪ নভেম্বর ২০১৮ঃদুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে নাস্তানাবুদ করলো বাংলাদেশ।  স্বাগতিকদের দেয়া ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ক্যারিবীয়দের ইনিংস ১৩৯ রানে গুটিয়ে গেছে। ফলে ৬৪ রানের বড় জয় পেল বাংলাদেশ। আর এ জয় সিরিজে ১-০ তে এগিয়ে গেল সাকিববাহিনী।  বল হাতে একাই ৬ উইকেট নিয়েছেন স্পিন জাদুকর তাইজুল ইসলাম। সাকিব ও মিরাজ দুইটি করে উইকেট নিয়েছেন।

শনিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়। এদিন দ্বিতীয় দিনের ৫ উইকেটে ৫৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শেষ পর্যন্ত সব কয়টি উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ১২৫ রান করে টাইগাররা। প্রথম ইনিংসের ৭৮ রানের লিড আর দ্বিতীয় ইনিংসের ১২৫ রান। দুটো মিলে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ২০৩ রান।

২০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের স্পিনারদের বিষ টের পেতে শুরু করে সফরকারীরা। তাইজুল-সাকিবদের ঘূর্ণি জালে পড়ে ১১ রানের মধ্যে ৪ উইকেট হারায় তারা। 

এরপর লাঞ্চ বিরতিতে যায় দুই দল। লাঞ্চ বিরতি থেকে ফিরে আবারও স্বরূপে টাইগাররা। দলীয় ৪৪ রানের মাথায় শিমরন হেটমেয়ারকে সাজঘরে ফেরান মিরাজ। ২৭ রান করেন তিনি। এরপর শেন ডরউইচকে ফেরান তাইজুল।

ব্যক্তিগত ৫ রানে ফিরে যান তিনি। ডরউইচ দলীয় ৫১ রানের মাথায় আউট হন। এরপর আবারও সেই তাইজুল। এবার তার শিকার ২ রান করা দেবেন্দ্র বিশু। এরপর দলীয় ৭৫ রানের মাথায় ১ রান করা কেমার রোচকে সাজঘরে পাঠিয়ে নিজের পঞ্চম উইকেট তুলে নেন স্পিন জাদুকর তাইজুল।  ফলে জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় স্বাগতিকদের।

কিন্তু না! শেষদিকে ঝামেলা সৃষ্টি করেন জোমেল ওয়ারিক্যান ও সুনিল আমব্রিস। নবম উইকেটে ৬৩ রানের পার্টনারশিপ গড়েন তারা। দুজনই ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন। টাইগারদের জয়ের পথে চোখ রাঙাতে থাকে এ জুটি। অবশেষে ওয়ারিক্যানকে ফিরিয়ে তাদের চোখ রাঙানি থামান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজ শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব। দলীয় স্কোর বোর্ডে ৫ রান যোগ হতেই সাকিব আল হাসানের দুর্দান্ত এক ডেলিভারিতে সাজঘরে ফিরে যান কিয়েরন পাওয়েল। 

রানের খাতায় খোলার আগেই তাকে নিজের শিকারে পরিণত করেন সাকিব। এরপর ১১ রানের মাথায় আবারও উইন্ডিজ শিবিরে আঘাত হানেন সাকিব। এবার তার শিকার শাই হোপ। ব্যক্তিগত ৩ রানে সাজঘরে ফিরে যান তিনি। 

এরপর ক্রিজে আসেন রোস্টন চেজ। রানের খাতা খোলার আগেই তাকে সাজঘরে ফেরান তাইজুল। এরপর ওপেনার ক্রেইগ ব্রাথওয়েইটের উইকেটটিও দ্রুত তুলে নেন তাইজুল।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং নাঈম হাসান।

উইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্রাথওয়েইট (অধিনায়ক), কিয়েরন পাওয়েল, শাই হোপ, শিমরন হেটমেয়ার, সুনীল অ্যামব্রিস, রোস্টন চেজ, শেন ডরউইচ, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, জোমেল ওয়ারিকান এবং শ্যানন গ্যাব্রিয়েল।