খোলা বাজার ২৪,শনিবার,২৪ নভেম্বর ২০১৮ঃ গতকাল (২৩-১১-২০১৮ইং) রূপায়ন ট্রেড সেন্টারের হামদর্দ প্রধান কার্যালয় মিলনায়তনে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর দেশব্যাপী সকল চিকিৎসাও বিক্রয়কেন্দ্র গুলোতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের কর্মদক্ষতা আরো উন্নয়ন বিষয়ক দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। হামদর্দের পরিচালক বিপণন ও বিক্রয় হাকীম সাইফ উদ্দিন মুরাদ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ড. হাকীম মোঃইউছুফ হারুন ভূঁইয়া।
হামদর্দের চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র গুলোতে সেবানিতে আসা রোগী-সাধারণের জন্য সার্বিক সহযোগিতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হয়। প্রশিক্ষকগণ কর্মকর্তা ও কর্মচারীদের মানউন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হামদর্দের উপ-পরিচালক মেডিকেল ডাঃ আবুল তৈমুর চৌধুরীসহ সকল চিকিৎসা কেন্দ্রের কর্মকর্তা,কর্মচারী ও হামদর্দের বিপণন বিভাগের কর্মকর্তাবৃন্দ।