Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,সোমবার,২৬ নভেম্বর ২০১৮ঃ গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে দলের পরিকল্পনা জানাতে আজ সোমবার সংবাদ সম্মেলনে করবেন।

দলটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক জানান, জাতীয় প্রেসক্লাবে বিকাল ৩টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রফিকুল ইসলাম আরো বলেন, ড. কামাল আসন্ন নির্বাচনের বিভিন্ন বিষয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গণফোরামের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরবেন। এছাড়াও সংবাদ সম্মেলনে সম্প্রতি গণফোরামে যোগ দেয়া রেজা কিবরিয়া দেশের অর্থনৈতিক উন্নয়নে দলের কিছু মৌলিক পরিকল্পনা জানাবেন।

গণফোরামের এক নেতা জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে কয়েকজন নেতা সংবাদ সম্মেলনে যোগ দিতে পারেন।