
খোলা বাজার ২৪,সোমবার,২৬ নভেম্বর ২০১৮ঃআওয়ামী লীগ থেকে একাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন পেতে অন্তত দশজন তারকা মনোনয়ন ফরম সংগ্রহ করলেও সর্বশেষ খবর অনুযায়ী শিকে ছিঁড়েছে ছয়জনের ভাগ্যে। তারা হলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, সাবেক ফুটবল তারকা সালাম মুর্শেদী, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক, অভিনেতা আসাদুজ্জামান নূর, কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়।
রবিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় তারা শেখ হাসিনার নেতৃত্বে একাদশ নির্বাচনেও নৌকার বিজয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর মনোনয়ন পেয়েছেন নীলফামারী-২ আসন থেকে। নড়াইল-২ থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। খুলনা-৪ আসন থেকে মনোনয়ন পেয়েছেন সালাম মুর্শেদী। ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। তৃতীয় বারের মতো সংসদ সদস্য হওয়ার জন্য রবিবার দুপুরে নিজের মনোনয়ন সংগ্রহ করেছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। মানিকগঞ্জ-২ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সাবেক ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয় রবিবার দুপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় মনোনয়নের চিঠি নেন।