খোলা বাজার ২৪,মঙ্গলবার,২৭ নভেম্বর ২০১৮ঃ ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পেয়েছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী তালিকায় যৌথভাবে বেবী নাজনীন, সাবেক সংসদ সদস্য ও সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকারের নাম রাখা হয়েছে।
সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে বিএনপি প্রার্থীদের নাম প্রকাশ করা হয় এবং মনোনীতদের চিঠি দেয়া হয়।
অন্যদিকে বিএনপির মনোনয়ন পেয়েছেন আরেক কণ্ঠশিল্পী কনকচাঁপা। তিনি সিরাজগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন। আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী ও দলটির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের সাথে প্রতিদ্বন্দিতা করবেন তিনি। তিনিও জয়ের ব্যাপারে আশাবাদী।