খোলা বাজার ২৪,মঙ্গলবার,২৭ নভেম্বর ২০১৮ঃ ফকিরহাট, বাগেরহাটে গত ২৭ নভেম্বর ২০১৮ তারিখে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৮৫তম শাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত শাখার উদ্বোধন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শওকত জামিল।
অন্যান্যদের মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এন মুস্তাফা তারেক; ইভিপি ও কোম্পানি সেক্রেটারি জনাব এ টি এম তাহমিদুজ্জামান এবং ইভিপি ও হেড অফ ব্রান্ড মার্কেটিং ও কর্পরেট এফেয়ারস জনাব জাভেদ ইকবাল সহ ব্যাংকের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাগন এবং স্থানীয় সুধীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ফকিরহাট, বাগেরহাট শাখা অত্র অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।‘
ক্যাপশনঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শওকত জামিল বাগেরহাটের ফকিরহাটে ১৮৫তম শাখার উদ্বোধন করছেন। অন্যান্যদের মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এন মুস্তাফা তারেক সহ ব্যাংকের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাগন এবং স্থানীয় সুধীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।