Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,মঙ্গলবার,২৭ নভেম্বর ২০১৮ঃ  জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘ওরা আমাকে ধ্বংস করবে, করুক। আমি লড়াইয়ে নেমেছি, এ লড়াই চালিয়ে যাব।’
আজ মঙ্গলবার বেলা সোয়া ১১ টার দিকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বেইলি রোডের নিজ বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান।
মনোনয়ন প্রসঙ্গে ড. কামাল হোসেন বলেন, আসন বণ্টন নিয়ে বিএনপির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে।
ড. কামাল হোসেন আর বলেন, ‘আমরা এখন সবাই মনোনয়নপত্র জমা দেব। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ফাইনাল করা হবে কারা মনোনিত হচ্ছেন।’
তিনি বলেন, ‘আমরা গণফোরাম ৩০-৪০টি আসন চেয়েছি। তার মধ্যে ঢাকাতে দুটি আসন থাকতে হবে।’ তবে কোন দুটি আসন এখনো নিশ্চিত করেনি।

নির্বাচনে ইভিএম ব্যবহার হচ্ছে এটা চূড়ান্ত। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে গণফোরামের সভাপতি বলেন, ‘না মেনে নিলে কি করা যাবে। আপনি যদি আমাদের জায়গায় হতেন তাহলে কি করতেন। নির্বাচন তো এ কারণে আমরা বাদ দেব না, সোজা কথা।’

দলীয়ভাবে মনোনয়ন জমা দেওয়া হচ্ছে, পরবর্তীতে আলোচনা সাপেক্ষে জোটগত প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানান ড. কামাল। 

ওই বৈঠকে ইশতেহার বিষয়ে আলোচনা হয়। আগামীকাল বুধবার ইশতেহার করা হতে পারে। আজ গণফোরামের মনোনয়ন তালিকা প্রকাশ হতে পারে।