Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

স্কুলছাত্র হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

খোলা বাজার ২৪,মঙ্গলবার,২৭ নভেম্বর ২০১৮ঃ মানিকগঞ্জের সিঙ্গাইরে স্কুলছাত্র জহিরুল ইসলামকে হত্যা ও লাশ গুমের দায়ে চারজনের মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় শরিফুল ইসলাম নামে এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজের বিচারক শহিদুল আলম ঝিনুক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাকিবুল, সুলতান, সোহেল ও রাকিব। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- রুবেল, সজিব ও আকিবুল। এর মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুলতান ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সজিব পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর মানিকগঞ্জ উপজেলার খাসের চর গ্রামের খোকন মিয়ার স্কুলপড়ুয়া ছেলে জহিরুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসামিরা ছয় টুকরো করে হত্যার পর মরদেহ গুম করে। ঘটনার তিনদিন পর উপজেলার বাস্তা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।