Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,মঙ্গলবার,২৭ নভেম্বর ২০১৮ঃ মোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধঃ নরসিংদীর শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মনোনয়ন পাওয়ার দাবিতে মতবিনিময় সভা করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার। 

দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে থেকে দলকে সুসংগঠিত করে রেখেছেন বর্ষিয়ান রাজনীতিবিদ তোফাজ্জল হোসেন মাস্টার।
২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ শিবপুর থেকে বিএনপির মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকের নির্বাচন করেছিলেন তোফাজ্জল হোসেন মাস্টার।

একাদশ জাতীয় সংসদে দল অন্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মত বিনিময় সভায় তোফাজ্জল হোসেন মাস্টার তার বক্তব্যে বলেন ২৪ ঘন্টার মধ্য মনোনয়ন প্রত্যাহার করে তৃণমূল নেতাকর্মীদের মতের প্রেক্ষিতে মনোনয়ন দেওয়ার জন্য দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। 

থানা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন বাদলের সভাপত্বিতে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, বাঘাব ইউপি চেয়ারম্যান তরুণ মৃধা, বাঘাব ইউনিয়নের সভাপতি আবদুর রশিদ মাস্টার, জয়নগর ইউনিয়ন বিএনপি সভাপতি চাঁন মিয়া মাস্টার, সাধারণ সম্পাদক হারুন মিয়া,রজব আলী মাস্টার, পৌর বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল মৈশান ,সাধারণ সম্পাদক জাকির হোসেন,ছাত্রদলের সভাপতি মাছুম মোল্লা প্রমূখ।