খোলাবাজার২৪, বুধবার,২৮ নভেম্বর ২০১৮ঃ (মোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধি) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসন থেকে দলীয় মনোনয়ন পত্র জমা দিলেন পলাশ উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
বুধবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের নিকট মনোনয়ন পত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম,পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কবির মৃধা,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার,ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক শরীফ,জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল হোসেন গাজী প্রমুখ।
পলাশ উপজেলার ১টি পৌরসভা,৪টি ইউনিয়ন ও নরসিংদী সদরের আংশিক ৩ টি ইউনিন নিয়ে নরসিংদী-২ সংসদীয় আসন।
এ আসনটিতে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড.আব্দুল মঈন খান, ও জাতীয় পার্টির আজম খান মনোনয়ন পত্র দাখিল করেন।
উল্লেখ্য ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খানকে পরাজিত করে আওয়ামীলীগের আনোয়ারুল আশরাফ খান দিলিপ এমপি নির্বাচিত হয়েছিলেন।