Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,শুক্রবার,৩০ নভেম্বর ২০১৮ঃ দরজায় কড়া নাড়ছে নির্বাচন। সে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে দশকব্যাপী চলে আসা স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটাতে শেখ হাসিনার প্রতিপক্ষ হয়ে মাঠে নেমেছেন সে দলেরই আরেক প্রাক্তন সহযোদ্ধা ড. কামাল হােসেন। সরকারের অপশাসন, রাজনৈতিক-নিপীড়ন আর মতপ্রকাশের দলনসহ বিভিন্ন বিষয়ের কড়া সমালোচক কামাল হোসেনের এই অবস্থানকে ভাতিজির সঙ্গে (শেখ হাসিনা) এক বয়োজ্যেষ্ঠ চাচার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

বুধবার আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই পর্যবেক্ষণ উঠে এসেছে।

'দ্য এইজিং আংকেল সিকিং টু ব্রীং ডাউন বাংলাদেশ পিএম হাসিনা' শিরোনামের এই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শেখ হাসিনার বাবার সঙ্গে লড়াইয়ে অংশ নেয়া এক সময়ের সহযোদ্ধা কামাল হোসেন এখন দেশটির নিপীড়নের শিকার বিরোধী দলের মুখপাত্র হিসেবে নিজেকে দাঁড় করিয়েছেন। দেশটিতে দশকব্যাপী চলমান স্বৈরতান্ত্রিকতার অবসান ঘটাতে চাইছেন তিনি।