Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ঐক্যফ্রন্টে কার কত আসন, জানা যাবে রবিবার: মির্জা আলমগীর

খােলা বাজার২৪। শনিবার, ০১ ডিসেম্বর, ২০১৮ঃ জাতীয় ঐক্যফ্রন্টের অন্তর্ভুক্ত দলগুলো কে কয়টি আসন পাবে তা আনুষ্ঠানিকভাবে জানা যাবে ২ ডিসেম্বর অর্থাৎ রবিবারের পর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় এক্যফ্রন্টের বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসে এ কথা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা মির্জা আলমগীর বলেন, আজকের (শুক্রবার) বৈঠক শুরু হয়েছিল ড. কামাল হোসোন সাহেবকে উদ্দেশ্য করে সরকারি দলের মন্ত্রী-এমপিদের আক্রমণাত্মাক মন্তব্যের নিন্দা জানিয়ে। আমরা চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কতটি আসন পাবে তা চূড়ান্ত করেছি। আগামী ২ ডিসেম্বরের পর তা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।’

তিনি বলেন, আসনের চূড়ান্ত ঘোষণার পরেই ঐক্যফ্রন্টের ইশতেহার প্রকাশ করা হবে।

নির্বাচনে অংশগ্রণের বিষটিকে আন্দোলনের অংশ উল্লেখ করে তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাবে জাতীয় ঐক্যফ্রন্ট।

শুক্রবার ঐক্যফ্রন্টের এই বৈঠকে উপস্থিত ছিলেন- ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের কার্যকরি সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।

এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন।