Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪ শনিবার, ০১ ডিসেম্বর, ২০১৮ :হামদর্দ ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ইউনানী ও আয়ুর্বেদিক মেডিসিন অনুষদের অনারারী ডিন, ডায়াবেটিক এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক ডাঃ এ কে আজাদ খান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মানব সম্পদ ও চিকিৎসার উন্নয়ন বিষয়ক বৈঠকে অংশগ্রহনের জন্য সম্প্রতি নেপাল সফর করেন।
প্রতিনিধি দল নেপালের উপ-প্রধান মন্ত্রী এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রী উপেন্দ্র যাদব, বিজ্ঞান প্রযুক্তি ও শিক্ষা মন্ত্রী গিরি রাজমানী পোখারেল, বিজ্ঞান প্রযুক্তি ও শিক্ষা সচিব খাগা রাজ বড়ালসহ মন্ত্রনালয় দু’টির ঊর্ধতন  কর্মকর্তাদের সাথে বৈঠকে অংশ নেন। আলোচনা বৈঠক গুলোতে নেপালের ছাত্র-ছাত্রীদের জন্য হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ ইউনানী ও আয়ুর্বেদিক ফ্যাকাল্টিতে বিশেষ স্কলারশীপ প্রদানের বিষয়টি গুরুত্ব পায়। প্রতিনিধি দল সেখানে সাংবাদিক সম্মেলনে হামদর্দের শিক্ষা ও চিকিৎসা বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রতিনিধি দলের মধ্যে ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল মান্নান পিএইচডি, হামদর্দ বাংলাদেশের পরিচালক তথ্য ও গণসংযোগ, কাজী মনসুর-উল-হক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন লেঃ কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অবঃ), হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ইউনানী বিভাগের প্রধান হাকীম খায়রুল আলম, হামদর্দের নেপালস্থ প্রতিনিধি এবং এম কর্পোরেশন নেপালের প্রেসিডেন্ট টেরী হাসেমী প্রমূখ। 
নেপালে বাংলাদেশের এ্যাম্বাসেডর মাসফি বিনতে সামস এর সাথে সাক্ষাতকালে তিনি প্রতিনিধি দলকে নেপাল এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।