Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খােলাবাজার২৪,শনিবার,০১ ডিসেম্বর,২০১৮ঃ পিরোজপুর প্রতিনিধিঃ আজ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম পিরোজপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। 

অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-স্বরুপকাঠী) আসনে যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি তারা কখনো যুদ্ধাপরাধীর ছেলেকে ভোট দিবে না। 

সভা তিনি সকলের সহযোগিতা চেয়ে বলেন,  আগামী সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধীর অপরাধে সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদীকে পরাজিত করতে হবে।

মতবিনিময় সভায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজাহান খান তালুকদারসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মাহমুদ হোসেন, গৌতম চৌধুরী, মনিুরজ্জামান নাসিম আলী, প্রেসক্লাব সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু প্রমুখ।