খােলাবাজার২৪, রবিবার, ০২ ডিসেম্বর ২০১৮ : ডিসেম্বর ০২, ২০১৮ তারিখে শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ঢাকার খিলগাঁও-এ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের খিলগাঁও শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী উক্ত শাখার উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জহুরুল হক, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, ঢাকা অঞ্চলের ব্যবস্থাপকগণ, খিলগাঁও শাখার ব্যবস্থাপক জনাব জিয়া উদ্দীন আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।