খােলাবাজার২৪,সোমবার,০৩ ডিসেম্বর ২০১৮ঃ নাজিরপুর প্রতিনিধিঃ পিরোজপুর-১আসনে জোটের প্রার্থী হিসাবে সাঈদী পুত্র শামিম সাঈদীকে মেনে নিচে রাজি না নাজিরপুর উপজেলা বিএনপি। এ নিয়ে সোমবার দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।নাজিরপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ওই দিন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর পৌনে ২টায় তা শেষ হয়।
আলোচনা সভায় পরিচালনা করেন নাজিরপুর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক রেজাউল করিম লিটন । আলোচনা সভায় নাজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদক সহ সুপার ফাইভদের আমন্ত্রন জানানো হয়েছে বলে ওই আলোচনায় সভায় অংশ নেয়া একাধীক নেতা এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন। এতে বক্তব্য রাখেন উপজেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপিসহ অংগ সংগঙ্গগঠনে নেতারা।
আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান বলেন, সাঈদী পুত্র শামীম সাঈদীকে মনোনয়ন দিলে আমাদের নিশ্চিত ভরা ঢুবি হবে। কেননা এখানে তার কোন ভোট নাই। তা ছাড়া তার বাড়ি জেলার ইন্দুরকানি উপজেলায় যা পিরোজপুর-২ আসনে। এ ছাড়া এখানে প্রশাসনের চাপের মুখে মাঠে কাজ করতে পারবে না দলীয় নেতা-কর্মীরা। তিনি আরও বলেন, বিএনপিতে ক্লিন ইমেজের প্রার্থী রয়েছেন। সমালোচনার উর্ধ্বে থাকা প্রার্থী হলে আমাদের জন্য ভালো হয়। সাঈদীর ছেলে রাজাকার পুত্র হিসেবে সমালোচিত হওয়ায় নির্বাচনী মাঠে আমাদের সমস্যা হয়। এ কথা আমরা রেজুলেশনের মাধ্যমে কেন্দ্রেও অবহিত করেছি।
উপজেলা বিএনপি’র জ্যেষ্ঠ সাংগঠনিক শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সাঈদীর বাড়ি পিরোজপুর-২ আসনের ও জেলার ইন্দুরকানী উপজেলায়। তাই সেখানে তাদের নিজস্ব ভোট ব্যাংক থাকা স্বত্ত্বেও তারা সেখানে মহাজোট প্রার্থীর কাছ থেকে বড় অংকে টাকা নিয়ে এ আসনের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করতে এসেছে। আমি তার পক্ষে কাজ করতে রাজী না।
এ ছাড়া ওই আলোচনা সভায় সাঈদী পুত্রকে জোটের প্রার্থী হিসবে চুড়ান্ত মনোনয়ন দিলে দলীয় কাজ থেকে বিরত থাকার কথা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা, দীর্ঘার সাধারন সম্পাদক মো. খায়রুল কবির, মাটিভাঙ্গার সাধারন সম্পাদক মো. শামীম হাসান রুনু, উপজেলা ছাত্রদলের সদস্য সচীব মো. হাফিজুর রহমান লায়েক প্রমুখ। তবে তাদের বক্তেব্যের প্রতিবাদ জানিয়ে ও দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তকে মেনে নিয়ে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র কনিষ্ঠ সাংগঠনিক সম্পাদক এইচ এম লাহেল মাহমুদ, সদর ইউনিয়নের সভাপতি মো. আছাদুজ্জামান শিকদার, সাধারন সম্পাদক মো. মহর আলী মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজেদুল কবির রাসেল, সদস্য সচীব মুহাম্মদ তাওহীদুল ইসলাম প্রমুখ।