Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খােলাবাজার২৪, মঙ্গলবার, ০৪ ডিসেম্বর ২০১৮ঃভারতের উত্তরপ্রদেশে গোহত্যার গুজব ছড়িয়ে পড়লে সহিংসতায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে ডানপন্থী হিন্দু গোষ্ঠীগুলো পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে লাটিপেটা শুরু করে। 
বিক্ষোভকারীরা একটি থানা ও থানার বাইরে পার্ক করে রাখা পুলিশের কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এতে ১৮ বছর বয়সী এক বিক্ষোভকারী নিহত ও আরও এক পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি মোকাবেলায় সেখানে আরও পুলিশ মোতায়েন করা হয়েছে।
হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে গরুকে পবিত্র হিসেবে গণ্য করা হয়। ২০১৪ সালে হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় এলে দেশটির বেশ কয়েকটি রাজ্যে গোহত্যা নিষিদ্ধ করা হয়েছে।
গোহত্যা রোধে সেখানে কথিত প্রহরাও বেড়েছে। এতে গত কয়েক বছরে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে।
জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা আনুজ হা বলেন, গোহত্যার ব্যাপারে স্থানীয় পুলিশ তথ্য পাওয়ার পরই এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।
তিনি বলেন, কিন্তু এর পরপরই স্থানীয় লোকজন সড়ক বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে থাকেন।
পরবর্তী সময় সহিংসতায় পুলিশ কর্মকর্তা সুবোধ কুমার সিংহ নিহত হয়েছেন বলেন জানান আনুজ হা।
কিন্তু কোথায় গোহত্যার ঘটনা ঘটেছে, তা এখনও পরিষ্কারভাবে জানা সম্ভব হয়নি। এ সহিংসতায় কারা উসকানি দিয়েছে, তা বের করতে তদন্ত করছে পুলিশ।