Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,বুধবার, ০৫ ডিসেম্বর ২০১৮ঃ রাশিয়া বিশ্বকাপে পুরো ফুটবল জগতের নজর কেড়েছিলেন ১৯ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ আসরেই জানিয়ে দিয়েছিলেন এ বছরের সেরা উদীয়মান ফুটবলার তিনিই হতে যাচ্ছেন। আর ২০১৮ সালের ব্যালন ডি’অর মঞ্চ থেকে সেই ঘোষণাই এলো।
ব্যালন ডি’অর মঞ্চ প্রথমবারের মতো তরুন ফুটবলারদের জন্য এক পুরস্কার চালু করেছে। আর প্রথমবারেই সেই পুরস্কার পেলেন ফ্রান্স তরুন তারকা এমবাপ্পে। রাশিয়া বিশ্বকাপে চার গোল করে দলকে ফাইনালের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এমবাপ্পে। তার পুরস্কারই যেন পেলেন এই ফরাসি।
অবশ্য ‘কোপা ট্রফি’ নামে এই পুরস্কারটি শুরু করেছে ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ।   
চলতি বছরটি দারুন শুরু করেন এমবাপ্পে। বিশেষ করে রাশিয়া বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে বিশ্বফুটবল নাড়িয়ে দেন পারফরম্যান্স দিয়ে। এই পুরস্কারের জন্য চূড়ান্ত তালিকার ফুটবলারদের মধ্যে এমবাপ্পেই একমাত্র ২১ বছরের কম বয়সী খেলোয়ার। আর তার হাতেই উঠলো সেটি।