খােলাবাজার২৪,শুক্রবার,০৭ ডিসেম্বর,২০১৮ঃ পিরোজপুর-২ আসনে সুমনকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে সাংবাদিক সম্মেলন ও কেন্দ্রের কাছে চিঠি।পিরোজপুর-২(কাউখালী-ভাণ্ডারিয়া-ইন্দুরকানী) আসনে ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান ইরানকে মনোনয়ন না দিয়ে বিএনপির প্রার্থী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান পিরোজপুর জেলা বিএনপির সহসভাপতি ও ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মদ সোহেল মঞ্জুর সুমনকে মনোনয়ন দেওয়ার দাবিতে আজ ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে পিরোজপুর-২(কাউখালী-ভাণ্ডারিয়া-ইন্দুরকানী) আসনে সর্বস্তরের জনগণ এবং পিরোজপুর জেলা বিএনপি ও কাউখালী-ভাণ্ডারিয়া-ইন্দুরকানী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মানববন্ধন করতে চাইলে পুলিশের বাদার কারনে তা করতে পারেনি।
পরে এই তিন উপজেলার ছাত্রদলের নেতৃবৃন্দ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলন করেন, এতে তারা ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান ইরানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে দরেন। তারা বলেন ইরান ১৪ দলের প্রার্থীর হয়ে কাজ করছেন এবং তার কাজ থেকে মোটা অংকের টাকা ও একটি গাড়ি নিয়েছেন ইতি মধ্যেই। তাকে যদি পিরোজপুর-২(কাউখালী-ভাণ্ডারিয়া-ইন্দুরকানী) আসনে ইরানকে মনোননিত করা হয় তাহলে ধানের শীষের প্রার্থী জামানত হারাবে তা হবে দলের জন্য লজ্জাকর। এই ইরানের এলাকায় নেই কোন পরিচিতি, নেই কোন নেতা কর্মী। তাই পিরোজপুর-২ (কাউখালী-ভাণ্ডারিয়া-ইন্দুরকানী) আসনে আহম্মদ সোহেল মঞ্জুর সুমনকে মনোনয়নের কোন বিকল্প নেই।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নাছির উদ্দিন বিপ্লব,মোস্তাফিজুর রহমান,শিমুল,এমদাদ,আরিফ,নাজমুল হাসানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়,জগন্নাত বিশ্ববিদ্যালয়,তিতুমির কলেজ,ঢাকা কলেজসহ অনেক নেতৃবৃন্দ।
এর আগে পিরোজপুর-২ আসনে ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান ইরানকে মনোনয়ন না দিয়ে বিএনপির প্রার্থী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান পিরোজপুর জেলা বিএনপির সহসভাপতি ও ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মদ সোহেল মঞ্জুর সুমনকে মনোনয়ন দেয়ার জন্য ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে লিখিত ভাবে চিঠি দিয়েছেন পিরোজপুর জেলা বিএনপি ও কাউখালী-ভাণ্ডারিয়া-ইন্দুরকানী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
চিঠিতে স্বাক্ষর করেন পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নূরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল লতিফ হাওলাদার, সাধারণ সম্পাদক ফাইজুল কবীর তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মাদ, সাংগঠনিক সম্পাদক শেখ মিরাজ আলম, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সহসভাপতি মো. তহা, সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান দিলু, সাংগঠনিক সম্পাদক আ. মান্নান হাওলাদার, ভাণ্ডারিয়া পৌর বিএনপির সভাপতি মো. মনির আকন, সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।
আহম্মদ সোহেল মনজুর সুমন খোলাবাজার২৪ডটকমকে জানান, আমার বাবা ১৯৯৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ থেকে বিএনপি মনোয়ন নিয়ে নির্বাচিত হয়েছিলেন। আমি প্রত্যন্ত এলাকায় কাজ করছি বহু বছর ধরে।এ নির্বাচনী এলাকায় জয়-পরাজয়ের হিসাব ভাণ্ডারিয়া উপজেলার ওপর নির্ভরশীল। কারণ ভাণ্ডারিয়ায় ভোটার সংখ্যা বেশি। আমি যুক্তরাষ্ট্র থেকে উচ্চশিক্ষা অর্জন করে এলাকায় বিএনপির রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছি। বিএনপির মনোনয়ন পেলে এ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না বলে মনে করেন সুমন।
তিনি বলেন, উড়ে এসে জুড়ে বসা নয়, যুগ যুগ ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আছি। দলের জন্য কী করেছি বা না করেছি তা কারও অজানা নয়। দলের চরম বিপদের সময়ে মাঠে ছিলাম এবং এখনও আছি।
অবাধ, নিরপেক্ষ এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচন হলে আমি পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চাই। আমার বিশ্বাস এ আসনটি পুনরুদ্ধার করে খালেদা জিয়াকে উপহার দিতে সক্ষম হব।