খােলাবাজার২৪,শুক্রবার,০৭ ডিসেম্বর ২০১৮ঃ মাদকের বিরুদ্ধে ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তের যুদ্ধে নিহত হয়েছে হাজার হাজার সন্দেহভাজন মাদক ব্যবসায়ী। সেই দুতার্তেই সোমবার জানান, ঘুম তাড়ানোর জন্য গাঁজা খান তিনি।
পরে অবশ্য এই মন্তব্য সম্পর্কে সাংবাদিকদের তিনি বলেন, ‘ওটা রসিকতা করার জন্য বলেছি’।
দুতার্তে ২০১৬ সালে ক্ষমতাগ্রহণের পর থেকে মাদকের বিরুদ্ধে বিতর্কিত যুদ্ধ শুরু করেন। এতে এখন পর্যন্ত মারা গেছে প্রায় পাঁচ হাজার সন্দেহভাজন মাদক ব্যবসায়ী ও আসক্ত।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে গাঁজা নিষিদ্ধ এবং এটি উত্তেজক নেশা দ্রব্য নয়। দুতার্তের মন্তব্যে মাদক বিরোধী যুদ্ধে নিহতদের পরিবারের সদস্যরা নিশ্চিতভাবেই আহত হবেন।
এক বক্তৃতায় গত মাসে সিঙ্গাপুরের আসিয়ান সম্মেলন নিয়ে অভিযোগ করে বলেন, ‘আমি জেগে থাকার জন্য গাঁজা খাই।’
সিঙ্গাপুরে দুতার্তে ঘুমানোর জন্য কয়েকটি বৈঠকে অনুপস্থিত ছিলেন, বলেন তার মুখপাত্র।
‘সম্মেলন যতই শেষের দিকে যাচ্ছিল, ততই ঘুমানোর সুযোগ কমছিল। অনেক পড়তে হচ্ছিল তখন,’ বলেন দুতার্তে।
বক্তৃতার পর তিনি এটাকে ‘রসিকতা’ হিসেবে অভিহিত করলেও, মানবাধিকার কর্মীরা তার তার রসবোধের সমালোচনা করেন।
‘এটা নিশ্চিতভাবেই (হতাহতদের) পরিবারকে আরও বিক্ষুব্ধ করে তুলবে। প্রেসিডেন্ট যা করার কথা স্বীকার করেছেন এবং এবং মাদকসেবীদের সঙ্গে তিনি যা করার ঘোষণা দিয়েছেন তা মেলে না,’ বলেন কার্লোস কন্ডে। তিনি নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের একজন গবেষক।
‘প্রেসিডেন্ট যদি রসিকতা করতে গিয়েও সত্যি কথা স্বীকার করে ফেলেন তাহলে, পুরো বিষয়টিরই বিশ্বস্ততা নষ্ট হয়,’ বলেন কন্ডে।