Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খােলাবাজার২৪শনিবার,০৮ ডিসেম্বর ২০১৮ঃ  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফের হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করাকে কেন্দ্র করে এমন হুঁশিয়ারি দিলেন রুহানি।

রুহানি শনিবার তেহরানে বলেন, ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা অবৈধ। তিনি আমেরিকার এমন নিষেধাজ্ঞাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ্য করেন।

আরো 

রুহানি হুঁশিয়ার করে বলেন, ইরানের কিছু হলে রেহাই পাবে না আমেরিকা। নিষেধাজ্ঞায় ইরানে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের ভয়াবহতা বেড়ে গেলে আমেরিকাও এসব থেকে রক্ষা পাবে না।

উল্লেখ্য চলতি বছরে ইরানের প্রায় ৭০০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিভিন্ন কোম্পানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। নিষেধাজ্ঞা তুলে নিতে জুড়ে দেয় শর্ত।

তবে ইরানের পক্ষ থেকে বলা হয়, আমেরিকার কোন ধরণের শর্ত মেনে নিতে রাজি নয় ইরান। তথ্য সূত্র: আল-জাজিরা/রয়টার্স।