Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খােলাবাজার২৪,রবিবার,০৯ ডিসেম্বর ২০১৮ঃ  বলিউড অভিনেত্রী জেরিন খান তার সাবেক ম্যানেজার অঞ্জলি আথার বিরুদ্ধে মুম্বাইয়ের একটি থানায় মামলা দায়ের করেছেন।

‘বীর’খ্যাত অভিনেত্রী অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে তার সাবেক ম্যানেজার বলিউড ইন্ডাস্ট্রির মানুষের কাছে তার বিরুদ্ধে নানা ধরনের গুজব ছড়াচ্ছেন।

জেরিন খানের আইনজীবী রিজওয়ান সিদ্দিকী এই খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে এখন তদন্ত প্রয়োজন। তাই থানায় ভারতীয় পেনাল কোড ৫০৯ ধারায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।   

জেরিনের সাবেক ম্যানেজারের এর আগে বলিউড তারকা ঋত্বিক রোশন ও কঙ্গনা রানওয়াতের সঙ্গেও কাজ করেছেন।

চলতি বছর বিক্রম ভাট পরিচালিত ‘১৯২১’ সিনেমার মধ্য দিয়ে জেরিন খান সর্বশেষ বড় পর্দায় হাজির হয়েছেন।