খােলাবাজার২৪,সোমবার,১০ডিসেম্বর ২০১৮ঃ পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-স্বরুপকাঠী) আসনে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ ম রেজাউল করিমকে নৌকা প্রতীক আজ বেলা ১১ টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এই প্রতীক শ ম রেজাউল করিমের হাতে তুলে দেন।
আজ প্রতীক পাবার পরেই আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ ম রেজাউল করিম জেলা সদরের টাউন ক্লাব রোড়ে পথসভায় নৌকা প্রতীকে ভোট চেয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে কোনও দুর্নীতি করব না, সন্ত্রাসকে প্রশ্রয় দিব না, টেন্ডারে আমার পক্ষ থেকে কোনও হস্থক্ষেপ থাকবে না। উন্নয়ন কাজে সবাই আমাকে কাছে পাবেন।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীলরা দেশের জন্য ক্ষতিকর, তাদেরকে মোকাবেলা করতে হবে। আমি আহ্বান জানাবো সেই মোকাবেলার সংগ্রামে আপনারা সচেতন নাগরিক হিসেবে সবাই শামিল হবেন। যুদ্ধাপরাধী সাঈদীর পুত্র পিরোজপুর-১ আসনে আমার বিশ্বাস সাঈদীর পুত্রকে পিরোজপুরের মানুষ গ্রহণ করবে না। স্বাধীনতার স্বপক্ষের মানুষদের এ বিষয়ে রুখে দাড়ানো উচিত।