Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খােলাবাজার২৪,বৃহস্পতিবার,১৩ ডিসেম্বর ২০১৮ঃ পাবনার সাঁথিয়ায় সদ্য আওয়ামী লীগ ছেড়ে গণফোরামে যোগ দেয়া পাবনা-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি।

পাবনার সাঁথিয়া বাজারে শিমুলতলা মোড়ে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় আবু সাইয়িদের বহরে থাকা দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। দুটি মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়েছে। প্রচার মাইকও কেড়ে নেয়া হয়েছে। এসব অভিযোগ আবু সাইয়িদের।

আবু সাইয়িদের কর্মী-সমর্থকদের অভিযোগ, পাবনা-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর কর্মী-সমর্থকরা অতর্কিত এ হামলা চালিয়েছে।

বর্তমানে তিনি সাঁথিয়া থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। এ ব্যাপারে অধ্যাপক আবু সাইয়িদ থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানা গেছে।

জানা গেছে, বেড়া উপজেলার নিজ বাসা থেকে সাঁথিয়ার ধোপাদহ এলাকায় নির্বাচনী জনসভায় যাচ্ছিলেন অধ্যাপক আবু সাইয়িদ। তার গাড়িবহরটি সাঁথিয়া বাজারের শিমুলতলা মোড়ে পৌঁছালে একদল দুর্বৃত্ত হামলা চালায়।

পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে সাঁথিয়া থানায় নিয়ে যান। সর্বশেষ দুপুর ১২টার পর্যন্ত তিনি সাঁথিয়া থানায় অবস্থান করছিলেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন অধ্যাপক আবু সাইয়িদ।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, তিনি (অধ্যাপক আবু সাইয়িদ) আমাদের হেফাজতে আছেন। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিব।